চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে। এ বছর হজে যাওয়ার জন্য বাংলাদেশের কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। আজ রোববার পর্যন্ত হজে যেতে নিবন্ধন করেছেন মোট ৮০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৯ হাজার ৩৪২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭১ হাজার ৩৯২ জন নিবন্ধন করেছেন।
১৬ মার্চ পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি বলেন, সরকার নিবন্ধনের তারিখ বাড়ানোয় নতুন প্রাক্–নিবন্ধনকারীরা সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, হজে যেতে নিবন্ধনের গতি বেড়েছে। তবে এবার হজের খরচ অনেক বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলেও কেউ কেউ নিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন।
এবার সরকারিভাবে হজে যেতে মোট ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। আর বেসরকারিভাবে খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর সরকারিভাবে হজে যেতে খরচ ধরা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। ওই বছর হজ প্যাকেজে ডলারের দাম ধরা ছিল ৯৪ টাকা, সৌদি রিয়ালের দাম ধরা ছিল ২৪ দশমিক ৩০ টাকা। এবার ডলারের দাম ধরা হয়েছে ১০৪ টাকা, সৌদি রিয়ালের দাম ধরা হয়েছে ২৮ দশমিক ৩৯ টাকা। অর্থাৎ গত বছরের চেয়ে এ বছরে হজের খরচ দেড় লাখ থেকে প্রায় ২ লাখ ২১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরে ডলারের মূল্যবৃদ্ধি, বিমানভাড়া বেড়ে যাওয়া, সৌদি আরবে খরচ বেড়ে যাওয়ায় হজ প্যাকেজে খরচ বেড়েছে।
খরচের খাত
ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্ধারিত ২০২৩ সালের হজের খরচ দেওয়া হলো ১. বিমানভাড়া ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা ২. মক্কা ও মদিনায় বাড়িভাড়া ২ লাখ ৪ হাজার ৪৪৪ টাকা ৩. জেদ্দা, মক্কা, মদিনা-মুজদালিফা, পরিবহন ব্যয় ৩৫ হাজার ১৬২ টাকা ৪. বাস সার্ভিস ২ হাজার ৮৩৯ টাকা ৫. জমজমের পানি ৪২৫ টাকা ৬. তাঁবু, বিছানা, চাদর, বালিশ কম্বল, খাবার সরবরাহে মোয়াল্লেম সেবার ফি ১ লাখ ৬০ হাজার ৬৩০ টাকা ৭. মক্কায় লাগেজ পরিবহন ৫৮৭ টাকা ৮. মক্কা-মদিনা-আরাফাত-মুজদালিফা-মিনা-মক্কা বাসভাড়া ১৯ হাজার ৩৩৩ টাকা ৯. দেশে ফেরার সময় মক্কা-মদিনা থেকে লাগেজ পরিবহন ৮৫১ টাকা ১০. ভিসা ফি ৮৫১৭ টাকা ১১. স্বাস্থ্যবিমা বাবদ সৌদি সরকারকে দেওয়া ফি ৯৪৬ টাকা ১২. আইডি কার্ড, আইটি সার্ভিস ইত্যাদি ৮০০ টাকা ১৩. হজযাত্রীদের কল্যাণ তহবিল ২০০ টাকা ১৪. প্রশিক্ষণ ফি ৩০০ টাকা ১৫. খাওয়া খরচ ৩৫ হাজার টাকা ১৬. হজ গাইড ১৫ হাজার ১৭৮ টাকা।