অনন্য মসজিদ ১

বারোবাজার-ঝিনাইদহে জোড়া বাংলা মসজিদ

বারোবাজার-ঝিনাইদহে জোড়া বাংলা মসজিদের অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামে। উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে। ইসলামি বিশেষজ্ঞদের মতে, এটিকে বাংলাদেশে মসজিদের কারুকাজ এবং মুসলিম স্থাপত্যশিল্পের একটি অনন্য নিদর্শন বলে গণ্য করা যায়।

মুসলিম স্থাপত্যশিল্পের একটি অনন্য নিদর্শন
ছবি: সৈয়দ জাকির হোসেন
মসজিদের ভেতরের অংশ
মসজিদের গম্বুজের ভেতরের অংশ
মসজিদের দরজা
প্রায় ১১ ফুট উঁচু ভিতের ওপর ছোট পাতলা ইটের গাঁথুনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে

কীভাবে যাওয়া যায়: ঝিনাইদহ জেলা সদর থেকে এটি ৩০ কিলোমিটার দূরে। ঝিনাইদহ থেকে বাস বা সিএনজিতে এই মসজিদে যাওয়া যায়।