বারোবাজার-ঝিনাইদহে জোড়া বাংলা মসজিদ

বারোবাজার-ঝিনাইদহে জোড়া বাংলা মসজিদের অবস্থান ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার গ্রামে। উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার পশ্চিমে। ইসলামি বিশেষজ্ঞদের মতে, এটিকে বাংলাদেশে মসজিদের কারুকাজ এবং মুসলিম স্থাপত্যশিল্পের একটি অনন্য নিদর্শন বলে গণ্য করা যায়।

আলাউদ্দিন হোসেন শাহের সন্তান শাহ সুলতান মাহমুদ ৮০০ হিজরি সনে  জোড় বাংলা মসজিদ প্রতিষ্ঠা করেন। এখানে থাকা এক জোড়া কুঁড়েঘর বা জোড়া দিঘির কারণেই বহু বছর আগে মসজিদটির এমন নামকরণ করা হয়েছে। প্রায় ১১ ফুট উঁচু ভিতের ওপর ছোট পাতলা ইটের গাঁথুনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে তিনটি খিলান সংযুক্ত প্রবেশপথ, চারকোণায় আট কোণ বিশিষ্ট ৪টি কারুকাজমণ্ডিত বুরুজ এবং পশ্চিম দিকের দেয়ালে অর্ধবৃত্তাকার পোড়ামাটির নকশাকৃত তিনটি মেহরাব রয়েছে।
মুসলিম স্থাপত্যশিল্পের একটি অনন্য নিদর্শন
মসজিদের ভেতরের অংশ
মসজিদের গম্বুজের ভেতরের অংশ
মসজিদের দরজা
প্রায় ১১ ফুট উঁচু ভিতের ওপর ছোট পাতলা ইটের গাঁথুনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে

কীভাবে যাওয়া যায়: ঝিনাইদহ জেলা সদর থেকে এটি ৩০ কিলোমিটার দূরে। ঝিনাইদহ থেকে বাস বা সিএনজিতে এই মসজিদে যাওয়া যায়।