তারাবিহতে আজ: নবম তারাবিহ

তারাবির নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবির নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা হুদ, আয়াত: ৬-১২৩

এ অংশের বিষয়বস্তু:

  • আল্লাহ মহাজ্ঞানী ও জীবিকার মালিক। ধৈর্যধারী ও সৎদের জন্য পুরস্কার।

  • কোরআনের প্রতি সন্দেহ পোষণকারীদের চ্যালেঞ্জ। বিশ্বাসীরাই সফল।

  • নিজ জাতির প্রতি নূহ (আ.)-এর দাওয়াত।

  • আদ জাতির প্রতি হুদ (আ.)-এর দাওয়াত। তাদের ধ্বংসের ইতিহাস।

  • সামুদ জাতির প্রতি সালেহ্ (আ.)-এর দাওয়াত। তাদের ধ্বংসের ইতিহাস।

  • ইবরাহিম (আ.)-কে পুত্রসন্তানের সুসংবাদ।

  • লুত জাতির অপকর্ম এবং তাদের ধ্বংসের ইতিহাস।

  • মাদিয়ানবাসীর প্রতি শুয়াইব (আ.)-এর দাওয়াত। তাদের ধ্বংসের ইতিহাস।

  • ফেরাউন ও তার জাতির প্রতি মুসা (আ.)-এর দাওয়াত। তাদের ধ্বংসের ইতিহাস।

  • নবীদের অবাধ্য না হওয়ার জন্য মানবজাতিকে সতর্কবার্তা।

সুরা ইউসুফ, আয়াত: ১-৫২

এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন আরবি ভাষায় অবতীর্ণ।

  • কোরআনের সবচেয়ে ভালো কাহিনি। ইউসুফের স্বপ্ন, তাঁর পিতার সতর্কবাণী।

  • ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনি।

  • পিতার কাছে ইউসুফের ভাইদের বানোয়াট বক্তব্য। পথযাত্রী দলের কাছে বিক্রি।

  • ইউসুফের জীবনে সৌভাগ্যে।

  • ইউসুফের বিরুদ্ধে নারীর ষড়যন্ত্র ও বন্দিত্ব।

  • কারাগারে দুই বন্দীর স্বপ্নের ব্যাখ্যা।

  • মিসরের রাজার স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফের জন্য রাজার কৌতূহল। ইউসুফের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত।