গাভির গল্প

বনি ইসরাইল গোত্রের এক ধনী লোক ছিল। তার কোনো ছেলেমেয়ে ছিল না। ধনী লোকের উত্তরাধিকারী ছিল তার এক ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলেটি দ্রুত উত্তরাধিকার পাওয়ার আশায় চাচাকে হত্যা করে। রাতে লাশ রেখে আসে গ্রামের এক লোকের দরজার সামনে। তারপর সকালে গিয়ে ওই লোকটিকে হত্যার অপবাদ দেয়।

সাক্ষ্য ও প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা যাচ্ছিল না। এমন সময় জ্ঞানী লোকেরা বলল, আল্লাহর রাসুল হজরত মুসা (আ.)–এর কাছে গেলে সঠিক বিচার পাওয়া যাবে। তারা হজরত মুসা (আ.)-এর কাছে গিয়ে পুরো ঘটনা বলে। আল্লাহ মুসা (আ.)-এর কাছে ওহি পাঠালেন। মুসনাদে ইবনে আবি হাতিমে গল্পের বিস্তারিত আলোচনা রয়েছে।

কোরআনে আছে, আর যখন মুসা (আ.) তার নিজের সম্প্রদায়কে বলেছিল, আল্লাহ তোমাদের একটা গরু জবাইয়ের হুকুম দিয়েছেন। তারা বলেছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ?

মুসা (আ.) বলেছিল, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, আমি যেন জাহেলদের (অজ্ঞদের) দলে না পড়ি।

তারা বলল, তোমরা প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওই গরুটি কেমন হবে।

মুসা (আ.) বলল, আল্লাহ বলেছেন এ এমন একটা গরু, যা বুড়াও নয়, অল্প বয়সীও নয়—মাঝবয়সী। অতএব তোমরা যে আদেশ পেয়েছ, তা পালন করো।

তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, ওর রং কী হবে।

মুসা (আ.) বলল, আল্লাহ বলেছেন সেটা হবে হলুদ রঙের বাছুর, তার উজ্জ্বল গাঢ় রং যারাই দেখবে, তারাই খুশি হবে।

তারা বলল, তোমার প্রতিপালককে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিতে বলো, গরুটা কী ধরনের। আমাদের কাছে গরু তো একই রকম। আর আল্লাহর ইচ্ছায় নিশ্চয় আমরা পথ পাব।

মুসা (আ.) বলল, এ এমন এক গোবৎস, যাকে জমি চাষে বা খেতে পানি সেচের কাজে লাগানো হয়নি, সম্পূর্ণ নিখুঁত।

তারা বলল, এখন তুমি তথ্য ঠিক এনেছ। যদিও তারা জবাই করতে প্রস্তুত ছিল না, তবুও তারা সেটাকে জবাই করল। (সুরা বাকারা: ৬৭ থেকে ৭১)

এখানে অপরাধী নিজের অপরাধ লুকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ একটি জবাইকৃত গাভির মাধ্যমে তার কুকর্ম ফাঁস করে দেন। কোরআনে আছে, যখন তোমরা একটা লোককে খুন করে একে অন্যের ওপর দোষ চাপাচ্ছিলে, আল্লাহ তা প্রকাশ করতে চাইলেন তোমরা যা গোপন করেছিলে। (সুরা বাকারা: ৭২)

গাভি জবাইয়ের পরের করণীয় সম্পর্কে আল্লাহ বলেন, তখন আমি বললাম, এর (বাছুরটির) কোনো অংশ দিয়ে একে (মৃত লোকটাকে) বাড়ি মারো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন আর তোমাদেরকে তাঁর নিদর্শন দেখিয়ে থাকেন, যাতে তোমরা বুঝতে পার। (সুরা বাকারা: ৭৩)

বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, সেই গাভির মাংসের টুকরা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে যায় এবং খুনি ভাতিজার নাম বলে দিয়ে আবার মারা যায়। এরপর মুসা (আ.) অপরাধীর শাস্তি বিধান করেন।

সুরা বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা। এই সুরায় ৬৭ থেকে ৭১ আয়াতে গাভির উল্লেখ করা হয়েছে