অচেনা লোক আর বাগানের মালিকের ঘটনা

হজরত আবু হুরায়রা (রা.)-এর বরাতে একটি হাদিসের বর্ণনা আছে। তিনি মহানবী (সা.)-এর কাছে ঘটনাটি শুনেছিলেন।

একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তরে সফর করছিলেন। এমন সময় হঠাৎ মেঘ থেকে তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। কণ্ঠটি বলছে, অমুকের বাগানে পানি দাও। তারপর মেঘখণ্ডটি সরে যেতে শুরু করল।

ওই জমিতে এরপর বৃষ্টি হলো। বৃষ্টিতে ওখানকার একটি নালা পানিতে পূর্ণ হয়ে গেল। বাগানের মালিক সেদিকে যাওয়ার সময় দেখতে পেলেন, একজন লোক কোদাল দিয়ে সেই পানি বাগানের নানা দিকে ছড়িয়ে দিচ্ছেন। বাগানের মালিককে দেখে লোকটি বললেন, ‘হে আল্লাহর বান্দা! তোমার নাম কী?’

বাগানের মালিক বললেন, তাঁর নাম অমুক। এ নামই লোকটি মেঘখণ্ড থেকে শুনতে পেয়েছিলেন।

মালিক তাঁকে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর বান্দা! তুমি আমার নাম জানতে চাইলে কেন?’

উত্তরে লোকটি বললেন, ‘যে মেঘ থেকে এই পানি ঝরেছে, তার মধ্য থেকে আমি একটি আওয়াজ শুনতে পেয়েছিলাম। আওয়াজটি তোমার নাম নিয়ে বলেছে, অমুকের বাগানে পানি দাও।’

এরপর লোকটি আরও বললেন, ‘তুমি এ বাগান নিয়ে কী করো?’

মালিক বললেন, ‘তুমি জিজ্ঞেস করছ বলে বলছি। প্রথমে আমি এ বাগানে উৎপাদিত ফসলের হিসাব করি। তার তিন ভাগের এক ভাগ সদকা করি, এক ভাগ আমার ও আমার পরিবার-পরিজনের জন্য রাখি এবং আরেক ভাগ বাগানের উন্নয়নের জন্য খরচ করি।’ (মুসলিম, হাদিস: ২৯৮৪)