ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ। সতেরো শতকের শেষের দিকে ভাটিপাড়ার জমিদারদের উদ্যোগে দিল্লি জামে মসজিদের আদলে নির্মাণ করা হয় মসজিদটি। চুন-সুরকির তৈরি এ মসজিদের ওপরে রয়েছে বিশাল আকারের তিনটি গম্বুজ। রয়েছে ছোট-বড় ১৬টি মিনার। সিরামিক পাথরে নান্দনিক কারুকাজে সাজানো মসজিদের দেয়াল।

দূর থেকে দেখতে যেমন ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ
দূর থেকে দেখতে যেমন ভাটিপাড়া জমিদারবাড়ি জামে মসজিদ
মসজিদের রয়েছে তিনটি বিশাল গম্বুজ

মসজিদটির সামনে বিশাল পুকুর ও পাশে পিয়ান নদ। সুদৃশ্য স্থাপনাটি দেখতে আসেন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা।

এমন দৃষ্টিনন্দন কারুকাজে সাজানো মসজিদের সামনের অংশ
মসজিদের ভেতরে প্রবেশের জন্য আছে সাতটি দরজা

কীভাবে যাবেন: সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে পড়বে ভাটিপাড়া। বাস বা সিএনজিতে করে জমিদারবাড়ি জামে মসজিদে যাওয়া যায়।

দরজার ওপর নজরকাড়া নকশা
মসজিদের বারান্দায় বসে আছেন একজন মুসল্লি
বারান্দার ছাদ ও দরজাগুলোর ওপর অপূর্ব নকশা
পুকুরে মসজিদের প্রতিবিম্ব
মসজিদের সুবিশাল পরিপাটি বারান্দা
ঐতিহাসিক স্থাপনাটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দর্শনার্থীরা