তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা হিজর, আয়াত: ১-৯৯
এ অংশের বিষয়বস্তু:
অবিশ্বাসীদের কামনা, ধারণা ও কর্মপন্থা।
কোরআন রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর। সব রাসুলকেই লোকেরা বিদ্রূপ করেছে।
আল্লাহর সৃষ্টি ও বিশ্ব–ব্যবস্থাপনা।
মানুষ ও জিন সৃষ্টির উপাদান।
আদমের সঙ্গে ইবলিসের শত্রুতার সূচনা ও ইতিহাস।
ইবলিস কাদের প্রতারিত করতে পারবে, কাদের পারবে না।
মুত্তাকিদের শুভ পরিণতি।
ইব্রাহিমের অতিথিদের কথা। তাকে জ্ঞানী পুত্রের সুসংবাদ ।
লুত জাতির অপকর্ম ও পরিণতি।
হিজরবাসী বা সামুদ সম্প্রদায়ের অবাধ্যতা ও করুণ পরিণতি।
কিয়ামত আসবেই।
সুরা ফাতিহা দেওয়া হয়েছে বারবার আবৃত্তির জন্য।
কোরআন দেওয়া হয়েছে।
নবীকে উপদেশ।
সুরা নাহল, আয়াত: ১-১২৮
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহ শিরক থেকে পবিত্র। তিনি ইচ্ছা অনুযায়ী রাসুল নিয়োগ করেন।
মানুষের সৃষ্টি এবং আল্লাহর অনুগ্রহ।
এক উপাস্য আর পরলোকে অবিশ্বাসীরা সত্যবিমুখ ও অহংকারী। আল্লাহ অহংকারীকে ভালোবাসে না।
অহংকারীরা ইমান না এনে ষড়যন্ত্র করে।
আল্লাহ্ প্রত্যেক জাতির কাছে রাসুল পাঠিয়েছেন। সব মানুষ হিদায়েত নেয় না।
ইসলামের পথে হিজরতকারীদের জন্য মহা পুরস্কার।
রাসুল কোরআনের ব্যাখ্যাদাতা।
আল্লাহর অনুগ্রহের বিবরণ।
প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষীকে ওঠানো হবে। অবিশ্বাসীদের কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না। সীমালঙ্ঘনকারীদের দুরবস্থা।
কোরআনে প্রতিটি বিষয়ের বর্ণনা ও নির্দেশিকা রয়েছে।
মানুষের জন্য সঠিক নীতিমালা।
বিশ্বাসী সৎ নরনারীরা পাবে শ্রেষ্ঠ পুরস্কার।
কোরআন পাঠের শুরুতেই শয়তানের কাছ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ। কোরআন নাজিলের উদ্দেশ্য। অবিশ্বাসীদের জন্য দুঃসংবাদ।
আল্লাহর অনুগ্রহে অকৃতজ্ঞ এবং রাসুলের আদর্শের প্রত্যাখ্যানকারীদের পরিণতি।
হালাল ও হারামের বিধান।
ইব্রাহিমের আনুগত্যের প্রতি আল্লাহর সন্তুষ্টি। মুহাম্মদ (সা.)–এর প্রতি ইব্রাহিমের আদর্শ অনুসরণের নির্দেশ।
আল্লাহর পথে দাওয়াতের পন্থা।