বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান প্রতিবছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। সেখানে গিয়ে ভিন্ন দেশ, ভিন্ন ভাষা, নতুন পরিবেশসহ নানা কারণে তাঁদের বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে। তাই সুস্থ ও সুন্দরভাবে হজ পালনের জন্য দরকার যথাযথ প্রস্তুতি ও জানাশোনা।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফেরদৌস ফয়সাল পরপর ১৮ বছর হজ পালন করেছেন। এর সুবাদে পবিত্র মক্কা-মদিনার অধিবাসীদের সঙ্গে তাঁর মেলামেশার সুযোগ হয়েছে। নানাভাবে জানার সুযোগ হয়েছে হজ পালনের বিভিন্ন দিক সম্পর্কে। দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি হজ পালন সম্পর্কে একটি সহজ গাইড তৈরি করেছেন। গাইডটি প্রকাশ করেছে প্রথম আলো। এবার ১৫তম বার ছাপা হয়েছে গাইডটি।
গত ১৪ বছরে বাংলাদেশি হজযাত্রীদের প্রায় ১৯ লাখ কপি হজ গাইড বিনা মূল্যে বিতরণ করা হয়েছে। প্রথম আলোর ঢাকা কার্যালয় ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, বগুড়াসহ সব আঞ্চলিক কার্যালয় থেকে ঢাকার আশকোনা হজ ক্যাম্পে হজযাত্রীদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয় এ গাইড। প্রথম আলোতে হজের সংবাদ পরিবেশন করার জন্য হজের সময় সৌদি আরবে প্রতিবেদক পাঠানো হয়। হজযাত্রী ও হজের খবরাখবর গুরুত্বের সঙ্গে প্রথম আলোতে ছাপা হয়। এ বছরও হজ পালনের আগে হজের প্রস্তুতি নিয়ে ছাপা হয়েছে বিশেষ ক্রোড়পত্র। দেশ–বিদেশে হজ গাইডটি অনলাইনে ডাউনলোড করা যায় এই লিংকে।
২০০৭ সাল থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে এ গাইড। এ বছর এটি ছাপা হলো ১ লাখ ৩০ হাজার কপি।
হজযাত্রীকে হজ পালনে যাওয়ার জন্য ঢাকার হজ ক্যাম্পের প্রস্তুতি কী, গন্তব্য ঢাকা থেকে মক্কায় নাকি মদিনায়—জানতে হবে। যদি মদিনায় হয় তাহলে এখন ইহরাম (হজ ও ওমরাহর প্রথম রুকন) করা নয়। যখন মদিনা থেকে মক্কা যাবেন, তখন ইহরাম করতে হবে। গাইডে রয়েছে ইহরাম করার নিয়মকানুন।
আরও আছে উড়োজাহাজে ব্যাগেজের নিয়মকানুন, ঢাকা বিমানবন্দরে করণীয়, উড়োজাহাজ থেকে নামার পর জেদ্দা বিমানবন্দরে করণীয়, হজ টার্মিনাল মক্কায় পৌঁছার পর করণীয়, পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফে পৌঁছানোর পর করণীয়, ওমরাহ কী, হজের তিন প্রকার—হজে তামাত্তু, হজে কিরান, হজে ইফরাদ। বেশির ভাগ হজযাত্রী হজে তামাত্তু করেন। গাইডে আছে তামাত্তু হজের নিয়ম, ওমরাহর তাওয়াফ, তাওয়াফের পর দুই রাকাত নামাজ, ওমরাহ, সাঈ, মাথামুণ্ডন সম্পর্কে।
হজ গাইডে রয়েছে হজের দিনগুলোতে করণীয় ও সতকর্তা। গাইডের ২৪ ও ২৫ নম্বর দুই পাতা জুড়ে রয়েছে একনজরে হজের কার্যক্রম। ৪৫ নম্বর পৃষ্ঠায় আছে একনজরে হজের বিবরণ। হজে গিয়ে ৪০ থেকে ৫০ দিন সৌদি আরবে অবস্থান করতে হয়। একজন হজযাত্রীর দিনলিপি কেমন হতে পারে, তার একটা ধারণা দেওয়া আছে এই বইতে।
হজ পালনে যেতে চাইলে ১০টি পরামর্শ দেওয়া আছে, অর্থাৎ নতুন করে যাঁরা হজ পালনে যাবেন বা ভবিষ্যতে যাবেন, তাঁদের জন্য কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে, সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে বইটিতে।