তারাবিহতে আজ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা বাকারা : ১- ২০৩ আয়াত

 এ অংশের বিষয়বস্তু:

কোরআন সাবধানীদের জন্য পথপ্রদর্শক।

সঠিক পথের পথিক সফল লোক কারা?

সঠিক পথ লাভ করবে না কারা? তাদের পরিণতি।

মুনাফিকদের বৈশিষ্ট্য।

মানবজাতিকে আল্লাহর অনুগত হওয়ার আহ্বান।

কোরআনে সন্দেহ–পোষণকারীদের প্রতি চ্যালেঞ্জ।

বিশ্বাসীদের জন্য সুসংবাদ।

অবিশ্বাসীদের প্রতি উপদেশ।

মানুষ সৃষ্টির উদ্দেশ্য ও ইতিহাস।

বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের অবাধ্যতার ইতিহাস।

বায়তুল আকসার বদলে কাবাকে কিবলা নির্ধারণ করা।

বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ। আল্লাহর প্রতি মানুষের কর্তব্য।

হালাল ও হারাম খাদ্য নিয়ে নির্দেশ।

আল্লাহর কিতাবের বিধান গোপন করার দুঃখজনক শাস্তি।

সত্যবাদী ও সাবধানী কারা?

হত্যার শাস্তি।

অসিয়ত ও অসিয়তের বিধান।

রোজা ও ইতিকাফের বিধান।

অন্যের সম্পদ গ্রাস না করা এবং বিচারককে ঘুষ না দেওয়ার আহ্বান। নতুন চাঁদের বিধান।

যুদ্ধের বিধান।

হজ ও ওমরার বিধান।

 আরও পড়ুন: prothomalo.com/religion/islam