রোজা রাখার নিয়ত আরবি ও বাংলা অর্থ
রোজা রাখার নিয়ত আরবি ও বাংলা অর্থ

রোজার নিয়ত

রমজান, রামাদান হিজরি বর্ষপঞ্জির নবম মাস। ইসলামপূর্ব যুগেও এটি পবিত্র মাস হিসেবে গণ্য হতো এবং এটি ছিল যুদ্ধবিরতি মাসগুলোর অনত্যম। পবিত্র কোরআনে রমজান মাসের উল্লেখ করা হয়েছে। রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। রমজান মাসে সিয়াম বা রোজা পালন মুসলমানদের জন্য ফরজ বা অবশ্যকর্তব্য।

রোজা রাখার জন্য আগে থেকেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। রোজার আগে থেকেই দোয়া করা যায় যেন সুস্থ থেকে রোজা রাখা যায় ।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো রাখে, তার আগের গুনাহ্ ক্ষমা করে দেওয়া হয়।’

রাসুলুল্লাহ (সা.) একটি হাদিসে তিন ধরনের লোকের ভাগ্যকে দুর্ভাগ্য বলেছেন। তাদের মধ্যে আছে তারা, যারা রমজান মাস পেয়েও নিজেদের গুনাহ্ মাফ করাতে পারল না।

রোজার নিয়ত বাংলা

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করছি, যা আপনার সন্তুষ্টির জন্য ফরজ করা হয়েছে। অতএব,আমার পক্ষ থেকে তা কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।