গুনাহ মাফ হয় দানে

মানুষকে দান করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সদকার মাধ্যমে রিজিক বাড়ে। দান করলে বিপদ ও রোগ থেকে মুক্তি ঘটে। বেশি সওয়াব পাওয়ার উপায় বেশি দান করা। দানের সওয়াব বিফলে যায় না।

সন্তানদের দান করার শিক্ষা দিন, যাতে তারা ছোট থেকেই দান-সদকার গুরুত্ব বুঝতে পারে। পাখিদের জন্য বাসার বারান্দায় একটি বাটিতে পানি রেখে দিন, এটিও একধরনের সদকা।

সুরা বাকারায় ২৭২ নম্বর আয়াতে আছে, তাদের সৎ পথ গ্রহণের দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। আর তোমরা যা কিছু দান কর, আল্লাহর সন্তুষ্টির জন্যই তা কর। আর যা কিছু তোমরা দান কর, তার পুরস্কার পুরো করে দেওয়া হবে। তোমাদের ওপর অন্যায় করা হবে না।

সুরা বাকারার ২৭৪ নম্বর আয়াতে আবার বলা হয়েছে, ‘যেসব লোক রাতে বা দিনে গোপনে বা প্রকাশ্যে তাদের ধনসম্পদ দান করে, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে। তাই তাদের কোনো ভয় নেই ও তারা কোনো দুঃখও পাবে না।’

দান–সদকার জন্য কিছু অনুসরণীয় বিষয়:

• অপরের সঙ্গে হাসিমুখে কথা বলুন

• রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করুন

• সন্তানদের দান করার শিক্ষা দিন, যাতে তারা ছোট থেকেই দান-সদকার গুরুত্ব বুঝতে পারে

• পাখিদের জন্য বাসার বারান্দায় একটি বাটিতে পানি রেখে দিন, এটিও একধরনের সদকা

• তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষদের কম্বল ও চাদর দিন

• অন্যদের সদকা করতে উৎসাহিত করুন