আবু হুরায়রা (রা.) বরাতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে।
রাসুল (সা.) বলেছেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সঙ্গে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি তার ওপর যা ফরজ করেছি, তা ছাড়া অন্য আর কোনো পছন্দসই জিনিস দিয়ে আমার বান্দা আমার বেশি কাছে আসতে পারবে না। আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে,
এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। তাই আমি যখন তাকে ভালোবাসতে থাকি, তখন আমি তার কান হয়ে যাই—যেটা দিয়ে সে শোনে; তার চোখ হয়ে যাই—যেটা দিয়ে সে দেখে; তার হাত হয়ে যাই—যেটা দিয়ে সে ধরে; আর তার পা হয়ে যাই—যেটা দিয়ে সে চলাচল করে। সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দিই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। (বুখারি: ৬৫০২)