হবিগঞ্জ সদর থেকে রাজিউড়া ইউনিয়নের উচাইল গ্রামে শাহি মসজিদ। মসজিদের নকশা ও ইটের বৈচিত্র্যময় গাঁথুনি দৃষ্টি কাড়ে সবার।
মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। সুলতানি আমলের বর্গাকার এ মসজিদের দেয়ালের দৈর্ঘ্য ২১ ফুট ৫ ইঞ্চি। এর সামনে পাঁচ ফুট চার ইঞ্চি প্রশস্ত বারান্দা।
মসজিদের চারটি কোণে রয়েছে চারটি অষ্টভুজাকৃতির বুরুজ। উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালেও একই রকম বুরুজ রয়েছে।
মসজিদের পূর্বদিকের সদরে রয়েছে খাঁজ আর খিলানশোভিত তিনটি প্রবেশপথ। মধ্যবর্তী প্রবেশপথটি অন্য দুটি প্রবেশপথ থেকে প্রশস্ত ও উঁচু। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আছে বারান্দা।
হবিগঞ্জ সদর থেকে উচাইল শঙ্করপাশা জামে মসজিদের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। সদর উপজেলা থেকে বাসে অথবা সিএনজিতে করে মসজিদে যাওয়া যায়।