টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে দেওয়ানবাড়ি আট গম্বুজ মসজিদটির অবস্থান।
দেওয়ান পরিবারের পূর্বপুরুষ শাহ সুফি মোহাম্মদ গোমর আলী দেওয়ান ১৮৪০ খ্রিষ্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি নির্মাণে উপাদান হিসেবে ব্যবহার করা হয় ইট, চুনাপাথর ও সুরকি। ৫০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের ওই মসজিদের প্রতিটি দেয়াল ৪০ ইঞ্চি পুরু।
এই মসজিদে পাঁচটি দরজা আছে। ভেতরে ও বাইরে নানা কারুকাজ। মসজিদের উত্তর পাশে রয়েছে বিশাল পুকুর। পুকুরের চারপাশে নানা প্রজাতির গাছ। রয়েছে কবরস্থান।
সখীপুর উপজেলা থেকে কচুয়া গ্রামে বাসে বা সিএনজিতে করে দেওয়ানবাড়ি আট গম্বুজ মসজিদে যাওয়া যায়।