অক্সফোর্ড মিশন চার্চ বরিশাল শহরের বগুড়া রোডে অবস্থিত। প্রাচীন এ গির্জার নাম ইপিফানি গির্জা হলেও এটি অক্সফোর্ড মিশন নামেই পরিচিত। অক্সফোর্ড মিশন চার্চটি দেখতে একতলা হলেও উচ্চতায় প্রায় ৫ তলা ভবনের সমান। গ্রিক স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত হয়েছে। ভেতরে সবুজ ঘাসের মাঠ, পুকুর, স্কুল, লাইব্রেরি, হাসপাতাল, ছাত্রছাত্রী হোস্টেল, ফুলের বাগান এবং নানা প্রজাতির ঔষধি গাছ রয়েছে । সিস্টার এডিথের নকশায় ১৯০৩ সালে গির্জাটির নির্মাণকাজ শুরু হয়ে ফাদার স্ট্রং এর নির্দেশনায় ১৯০৭ সালে এর কাজ শেষ হয়।
প্রায় ৩৫ একর জমির একাংশে নির্মিত অক্সফোর্ড মিশন চার্চের ভেতরে রয়েছে কাঠ খোদাই করা নকশা এবং মার্বেল পাথরের মেঝে।
অক্সফোর্ড মিশন চার্চের রয়েছে সুবিশাল মনোরম প্রার্থনা কক্ষ, চারপাশের পরিবেশ অনেক শান্ত ও স্নিগ্ধ, রয়েছে সারি সারি পাম্প গাছ। গির্জার পাশে আছে ফাদার হাউস ও মাদার হাউস।
অনুমতি নিয়ে সহজেই অক্সফোর্ড মিশন চার্চটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত এখানে আগত দর্শনার্থীদের জন্য চার্চটি খোলা থাকে।