কেক কাটা, উপহার, প্রার্থনায় বড়দিন উদ্‌যাপিত হচ্ছে

কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়
ছবি: দীপু মালাকার

রাজধানীর পুরান ঢাকার গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন।

আজ রোববার বড়দিনে পুরান ঢাকার সদরঘাট এলাকার প্রাচীন গির্জাগুলোতে খ্রিষ্টধর্মাবলম্বীদের এই উৎসব উদ্‌যাপন করতে দেখা যায়।

লক্ষ্মীবাজারের হলিক্রস গির্জা, সদরঘাট ব্যাপ্টিস্ট চার্চ, আরমানিটোলার আর্মেনিয়ান গির্জা ও শাঁখারী বাজারের সেন্ট থমাস চার্চে খ্রিষ্টধর্মাবলম্বীরা ছবি তোলা, কেক কাটা, উপহার বিতরণ, প্রার্থনাসহ নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করছেন।

বড়দিনে সেলফি তোলা

সকালে গির্জাগুলোতে সরেজমিন দেখা যায়, গির্জায় বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যোজাত যিশুর মূর্তি। আছে যিশুর মা মেরি ও পূর্ণবয়স্ক যিশুর মূর্তি। খ্রিষ্টানরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।

লক্ষ্মীবাজারের ‘হলিক্রস ক্রুস’ গির্জার ফাদার ডনেল ক্রুস প্রথম আলোকে বলেন, ‘পরস্পরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত করার মাধ্যমে গরিব-দুঃখী সবার পাশে দাঁড়াতে হবে। এ বিষয়কে সামনে রেখে আমরা দিনটি উদ্‌যাপন করছি।’

বড়দিনে দারুণ খুশি শিশুটি

সেন্ট ফ্রান্সিস হাইস্কুলের শিক্ষক ইভা লুসি মারাক প্রথম আলোকে বলেন, ‘আজ যিশুর জন্মদিন, তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য।

তিনি এসেছিলেন কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদের কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়। পাশাপাশি বাসায় ভালো খাবার রান্না করে নিজেদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের দাওয়াত দেওয়া হবে।’