ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘গত ১৫ বছরে রাস্তায় নামলে খুন হতো, ঘরে থাকলে হতো গুম। স্বাধীন দেশে বসবাস করেও এত দিন পরাধীন ছিলাম। ৫ আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর এসব কথা বলেন। ভারতীয় ‘পানি আগ্রাসনের’ প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে এ সমাবেশ করা হয়।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ৫ আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি, দখলদারি শুরু করেছে। এই স্বাধীন বাংলাদেশকে আর পরাধীন করা যাবে না। রাজনৈতিক পটপরিবর্তনের পরে সংখ্যালঘুদের মন্দির, গির্জা পাহারা দেওয়া ও রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালনের জন্য তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সদস্যদের ধন্যবাদ জানান।
ইসলামী আন্দোলনের আমির বলেন, অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা–সার্বভৌমত্ববিরোধী কোনো পদক্ষেপ নেয়, তবে জনগণ তা সহ্য করবে না। আপনারা ইসলামকে গুরুত্ব দেবেন না, তা হবে না।
ছাত্র সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাসীর আহমাদের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আমিনুল ইসলাম প্রমুখ।