নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঢাকা, ১২ ডিসেম্বর
নির্বাচন বাতিলের দাবিতে রাজধানীতে মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ঢাকা, ১২ ডিসেম্বর

এ বি পার্টির সমাবেশ

দেশের মানুষ আজ দুই ভাগে বিভক্ত

দেশের মানুষ আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ হলো যারা এই সাজানো নির্বাচনে অংশ নিচ্ছে সেসব ‘লুটেরা ডাকাত বাহিনী’, আর অপর পক্ষে যারা প্রহসনের নির্বাচন বর্জন করে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সেসব বঞ্চিত জনগণ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত সমাবেশে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা একথা বলেছেন। এর আগে সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় এবি পার্টি।

সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘এখন ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ’৭১–এর রাজাকার-আলবদরদের মতোই বাড়ি বাড়ি গিয়ে পুলিশ দিয়ে তাণ্ডব চালাচ্ছে। পুলিশ, বিজিবি আজ পাকিস্তানি হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আওয়ামী কালোবাজারি সিন্ডিকেট বাহিনী এক দিনে পেঁয়াজসহ দ্রব্যমূল্য বাড়িয়ে জনমনে হাহাকার তৈরি করেছে।’

দলের সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামে মানুষ দুই ভাগে বিভক্ত ছিল। শোষক আর শোষিত। ২০২৩ সালে এসেও মানুষ আজ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক পক্ষ হলো যারা এই সাজানো নির্বাচনে অংশ নিচ্ছে সেসব লুটেরা ডাকাত বাহিনী আর অপর পক্ষে যারা প্রহসনের নির্বাচন বর্জন করে গণতন্ত্রের জন্য লড়াই করছে, সেসব বঞ্চিত জনগণ।

সভাপতির বক্তব্যে দলের যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, এই সরকারের পতন আন্দোলনে এবি পার্টি যে সংগ্রাম করছে, তা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে।

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান, সিনিয়র সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সিনিয়র সহকারী সদস্যসচিব আবদুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব শাহ্ আবদুর রহমান, যুব পার্টির যুগ্ম সদস্যসচিব হাদিউজ্জামান প্রমুখ।