মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাশ নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি বলেছে, সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হলেও কোনো প্রতিকার হচ্ছে না। এটা আন্তর্জাতিক রীতিনীতির বিরোধী। সীমান্ত হত্যা বন্ধে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।
আজ বৃহস্পতিবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের (প্রিন্স) পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সীমান্তে সরাসরি গুলি করে এ ধরনের হত্যাকাণ্ড অতীতেও ঘটেছে। কিন্তু রাজনৈতিক সমীকরণের কারণে আগের সরকারগুলো তা বন্ধে যথাযথ ভূমিকা নেয়নি। তাই এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ ও ভারতের সঙ্গে ঝুলে থাকা সমস্যাগুলোর সমাধানে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।
গত রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারায় স্বর্ণা দাশ। রোববার (১ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটলেও পরের দিন সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়।