বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কেন্দ্রীয় কমিটি সভাপতি মাহির শাহরিয়ার রেজা (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কেন্দ্রীয় কমিটি সভাপতি মাহির শাহরিয়ার রেজা (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ

ছাত্র ইউনিয়নের একাংশের নতুন সভাপতি মাহির, সা. সম্পাদক বাহাউদ্দিন

বামপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহির শাহরিয়ার রেজা আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাহাউদ্দিন শুভ।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এসব তথ্য জানিয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহির সংগঠনটির বিদায়ী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের ছাত্র বাহাউদ্দিন শুভ একই কমিটির সহসভাপতি ছিলেন৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয়েছে৷ ‘আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নূতন সূর্যশিক্ষা জ্বলবেই’ স্লোগানে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন শিশুসাহিত্যিক ও ছাত্র ইউনিয়নের দলীয় সংগীতের রচয়িতা আখতার হুসেন।

গতকাল শুক্রবার ও আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ছাত্র ইউনিয়নের এই সম্মেলনের কাউন্সিল অধিবেশন হয়। অধিবেশনে সর্বসম্মতভাবে মাহির শাহরিয়ার রেজাকে সভাপতি, বাহাউদ্দিন শুভকে সাধারণ সম্পাদক ও আলিফ মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সারা দেশ থেকে আসা প্রায় ৩০০ প্রতিনিধির মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নতুন কমিটি সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যদের শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি দীপক শীল। শপথ নেওয়ার পর নতুন কমিটির নেতারা টিএসসি এলাকায় শহীদ মঈন হোসেন রাজুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁদের কার্যক্রম শুরু করেন৷

ছাত্র ইউনিয়নে বিভক্তির জেরে গত বছরের জুনে পাল্টাপাল্টি দুটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। একটির নেতৃত্বে ছিলেন দীপক শীল, অন্যটির নেতৃত্বে রাগীব নাঈম। রাগীব নাঈম নেতৃত্বাধীন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে বলে আজ শনিবার রাগীব নিজেই প্রথম আলোকে জানিয়েছেন৷