সোমবার ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করবে বিএনপি

বিএনপি
বিএনপি

বহুল আলোচিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। আগামীকাল সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই রূপরেখার ঘোষণা দেওয়া হবে।

আজ রোববার দুপুরে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, সোমবার বেলা তিনটায় রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ রূপরেখা ঘোষণা করবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত থাকবেন বলে জানান শামসুদ্দিন দিদার।

বিএনপি সূত্র বলছে, ক্ষমতায় গেলে বিএনপি ও তাদের সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলো নিয়ে তারা রাষ্ট্রের কী ধরনের মৌলিক সংস্কার আনবে— এই রূপরেখার মাধ্যমে সে ঘোষণাই দেওয়া হবে।

এই রূপরেখায় সংবিধান সংশোধনের জন্য একটি ‘সংবিধান সংস্কার কমিশন’ গঠন করাসহ ক্ষমতায় গেলে ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠার ২৭টি অঙ্গীকার রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।