আগ্রহীদের অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেই জয় অনেকটা নিশ্চিত।
মনোনয়ন পেতে চিত্রতারকা, ক্রিকেটার, দলের সরাসরি কোনো পদ নেই—এমন ব্যক্তিরা আওয়ামী লীগে ভিড়ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ইতিমধ্যে দলের ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি পাওয়া আইনজীবী সায়েদুল হক ওরফে সুমন, সাংবাদিক নঈম নিজামসহ অনেকেই।
গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, আগামী দুই দিনে আরও অনেক চিত্রতারকা দলীয় ফরম সংগ্রহ করার বিষয়ে যোগাযোগ করছেন। সরাসরি আওয়ামী লীগের কোনো পদে নেই, এমন অনেক ব্যক্তি ও ব্যবসায়ীও মনোনয়ন পেতে তৎপর। ইতিমধ্যে আগ্রহী ব্যক্তিদের নামের তালিকায় চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক আলমগীর, অভিনেতা সিদ্দিকুর রহমান, চিত্রনায়িকা অপু বিশ্বাসের নাম শোনা যাচ্ছে। তবে তারকা ও হঠাৎ করে আগ্রহ দেখানো ব্যক্তিদের মধ্যে সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে তিনি নিজে নন, প্রতিনিধির মাধ্যমে ফরম কেনেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে, বিএনপি নির্বাচনে অংশ নেবে না—এমন ধারণা থেকে দলীয় ফরম কেনার ক্ষেত্রে উৎসাহ বেশি দেখা যাচ্ছে। কারণ, আগ্রহীদের অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেই জয় অনেকটা নিশ্চিত। এ ছাড়া আওয়ামী লীগ এবার অনেক মন্ত্রী-সংসদ সদস্যকে বাদ দিতে পারে—এমন আলোচনা রয়েছে। এ জন্যও মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা এবার বেশি। এর বাইরে অনেক উঠতি নেতা দলের শীর্ষস্থানীয় নেতাদের কাছে নিজের পরিচয় তুলে ধরার জন্যও মনোনয়নের আগ্রহ দেখাচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, আওয়ামী লীগের ভেতর থেকেও ফরম কিনতে উৎসাহ দেওয়া হচ্ছে। এর পেছনে তিনটি কারণ রয়েছে। প্রথমত, আওয়ামী লীগের জনপ্রিয়তা বোঝাতে চাইছেন ক্ষমতাসীনেরা। দ্বিতীয়ত, বিএনপিসহ বিরোধীরা ভোটের তৎপরতায় নেই। এমন পটভূমিতে আওয়ামী লীগে মনোনয়নপ্রত্যাশী বেশি হলে ভোটের আমেজ ছড়িয়ে পড়বে। তৃতীয়ত, নিজ দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী কমানো।
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাইছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। প্রথম দিনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
২০০৮ সালে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় প্রথম আওয়ামী লীগের মনোনয়নে মানিকগঞ্জ থেকে সংসদ সদস্য হন। সর্বশেষ ২০১৮ সালে নির্বাচনে আরেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নড়াইল থেকে সংসদ সদস্য হয়েছেন। এবারও তিনি মনোনয়ন পাবেন বলেই দলের নীতিনির্ধারকদের ধারণা।
গত নির্বাচনেই আওয়ামী লীগের হয়ে জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের মনোনয়ন পাওয়ার বিষয় আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁর ক্রিকেট ক্যারিয়ারের কথা বিবেচনা করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে বলেন।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছেন। তবে তিনি নিজে নন, প্রতিনিধির মাধ্যমে ফরম কেনেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগ একটা জনপ্রিয় দল। সব শ্রেণি-পেশার মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে দলীয় প্রধান শেখ হাসিনা মনোনয়ন দেবেন জনপ্রিয়তা দেখে।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট চলার মাঝপথে সাকিব শ্রীলঙ্কা থেকে ঢাকায় আসেন। শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংসদ ভবনে দেখা করেন। সেখানে সাকিব আওয়ামী লীগের হয়ে ভোটের লড়াইয়ে নামার আগ্রহের কথা জানান। জবাবে প্রধানমন্ত্রী তাঁকে বিশ্বকাপ মন দিয়ে খেলার কথা বলেন এবং নির্বাচনে মনোনয়নের বিষয় বিবেচনা করার কথা জানান।
এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাকিবের মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী হ্যাঁ বা না বলেননি। তবে বিষয়টি নিয়ে তিনি যে ইতিবাচক, সেই ইঙ্গিত দেন। আওয়ামী লীগের ওই নেতা আরও বলেন, আওয়ামী লীগ ভেবেছিল মিরপুর স্টেডিয়াম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৬ আসনে সাকিবকে মনোনয়ন দেওয়া যেতে পারে। এই আসনের বর্তমান সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। তবে সাকিব চাইছেন ঢাকা-১০ আসনে ভোট করতে। এটিতে এখন ব্যবসায়ী শফিউল ইসলাম মহিউদ্দীন সংসদ সদস্য।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, ঢাকায় মনোনয়ন পাবেন—এমন নিশ্চয়তা না পাওয়ায় সাকিব মাগুরার দুটি আসনেও ফরম কিনে থাকতে পারেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাইছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। প্রথম দিনই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, তাঁর নৌকা প্রতীক পাওয়ার সম্ভাবনা কম। এর আগে গত ফেব্রুয়ারিতে বিএনপির তৎকালীন সংসদ সদস্যরা পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচন হয়। ওই নির্বাচনে মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে পাননি।
মাহি প্রথম আলোকে বলেন, এলাকার মানুষ চায় বলে তিনি মনোনয়ন ফরম কিনেছেন। এখন দলের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন তিনি।
গতকাল নৌকার প্রতীক পেতে পাবনা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, রাষ্ট্রপতির ছেলের মনোনয়ন চেয়ে দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি জেলা আওয়ামী লীগ। জেলার নেতারা দলীয় প্রধান শেখ হাসিনার কাছে নালিশও দিয়েছেন। জেলার সাধারণ সম্পাদককে বাদ দিয়ে আরশাদ আদনানকে মনোনয়ন দিলে বড় চমকই হবে। তবে রাষ্ট্রপতি নিজে এই বিষয়ে দলীয় সভাপতির কাছে আগ্রহ দেখালে হয়তো তাঁকে মনোনয়ন দেওয়া হতে পারে।
হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক। ২০২১ সালে শরীয়তপুরের পালং থানার ওসি আওয়ামী লীগের দলীয় স্লোগান দেওয়ায় সমালোচনা করেছিলেন সায়েদুল হক। পরে তাঁকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। হবিগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
গতকাল বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম কুমিল্লা-১০ আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নঈম নিজাম প্রথম আলোকে বলেন, তিনি এলাকার মানুষের চাওয়া মেনে ফরম সংগ্রহ করেছেন। বাকিটা দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্ত।
গত দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ একটা জনপ্রিয় দল। সব শ্রেণি-পেশার মানুষের আগ্রহ থাকতেই পারে। তবে দলীয় প্রধান শেখ হাসিনা মনোনয়ন দেবেন জনপ্রিয়তা দেখে।