মির্জা ফখরুল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: প্রথম আলো

শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার রাত নয়টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাঁকে উত্তরার বাসায় নেওয়া হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুছ আলী প্রথম আলোকে বলেন, ‘স্যারের (মির্জা ফখরুল ইসলাম) ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাফ, ট্রপোনিনসহ স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আল্লাহর রহমতে সব রিপোর্ট ভালো। চিকিৎসকেরা তিন-চার দিন বিশ্রামে থাকতে বলেছেন।’

প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দুজনই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তাঁর গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতার সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। তাঁকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।

৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝখানে দুবার তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন।