রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা হয়
রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা হয়

‘ডামি’ নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনার নৈতিক বৈধতা দেবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশকে ব্যাপকভাবে একদলীয় অগণতান্ত্রিক শাসনের দিকে নিয়ে যাবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নজিরবিহীন ‘ডামি’ নির্বাচন আওয়ামী লীগকে দেশ পরিচালনায় রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেবে না।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কমিটির সভা হয়। সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি।

সভায় সাইফুল হক বলেন, গতকাল রোববার অনুষ্ঠিত নজিরবিহীন ডামি নির্বাচন ফ্যাসিবাদী দুঃশাসনকে নতুন মাত্রা দেবে, অবশিষ্ট গণতান্ত্রিক অধিকারকে আরও বিপদগ্রস্ত করবে। এই নির্বাচন বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকেও গভীর খাদে নিক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই শীর্ষ নেতা অনতিবিলম্বে ভোটের ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ এবং রাজনৈতিক সংকট উত্তরণে বিশ্বাসযোগ্য কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান, মীর মোফাজ্জল হোসেন প্রমুখ।