বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লোগো
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির লোগো

নৈরাজ্যের অবসান ঘটাবে অন্তর্বর্তীকালীন সরকার, আশা ওয়ার্কার্স পার্টির

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। দলটির আশা, দেশে যে নৈরাজ্য ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এই সরকার সেগুলোর অবসান ঘটাবে।

আজ রোববার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এই আশাবাদের কথা জানিয়েছেন দলটির নেতারা। এতে সভাপতিত্ব করেন পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনে দেশের সংখ্যালঘুদের ওপর হামলা, তাঁদের উপাসনালয় ভাঙচুর, জমি-বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান দখল করার ঘটনা ঘটছে। ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর-দখল হয়েছে। অনেক সাধারণ মানুষ ও পুলিশের সদস্য মারা গেছেন। থানায় লুট, অগ্নিসংযোগ, কারাগার ভেঙে বন্দীদের পলায়নসহ নানা ধরনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিজয়কে ম্লান করে দিচ্ছে।

পলিটব্যুরোর সভায় আরও বলা হয়, মুক্তিযুদ্ধের স্মারক স্থাপনাসমূহ, যথা বঙ্গবন্ধু মিউজিয়ামে অগ্নিসংযোগ, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ধ্বংস করা, মুজিবনগরের স্মৃতিসৌধ ধ্বংস করা, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য বিনষ্ট করার মতো ঘটনা মুক্তিযুদ্ধকে অস্বীকার করারই ইঙ্গিত দেয়। এসব কার্যক্রম ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ঘোষিত চেতনার সঙ্গে অসংগতিপূর্ণ।

ওয়ার্কার্স পার্টির আশা, অন্তর্বর্তীকালীন সরকার এসব ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ছাত্র-গণ-অভ্যুত্থানের মূল প্রতিশ্রুতি পালনে ভূমিকা রাখবে।