নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন: এবি পার্টি

সরকারের পদত্যাগের দাবিতে এবি পার্টির সমাবেশে দলের নেতারা বক্তব্য দেন। ঢাকা, ২৩ নভেম্বর  
ছবি: সংগৃহীত

সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে এবি পার্টির নেতারা বলেছেন, ‘নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করলে এর দায়ে আপনারাও চিরতরে ধ্বংস হয়ে যাবেন।’ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে নেতারা এ কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।

সমাবেশের আগে একটি প্রতিবাদী গানের মিছিল করে দলটি। সরকারের ‘ব্যর্থতা ও দুঃশাসনের’ চিত্র তুলে ধরে করা প্রতিবাদী গানের মিছিল বিজয়নগর ও কাকরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে জুলুম অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ ক্ষমতার মোহে অন্ধ হয়ে পথ ভুলে গেছে। তারা হানাদার বাহিনীর চরিত্র ধারণ করে এখন গণতন্ত্রকামী মানুষের ওপর জুলুম অত্যাচার চালাচ্ছে।’

নির্বাচন কমিশন ও সরকারের উদ্দেশে মজিবুর রহমান বলেন, ‘প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল করে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করুন। নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস করলে এর দায়ে আপনারাও চিরতরে ধ্বংস হয়ে যাবেন।’

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনার বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে এখন কিছু দালাল সংগ্রহে ব্যস্ত। এখন তারা নায়ক–নায়িকা, গায়ক–গায়িকা, খেলোয়াড়, সাবেক আমলা ও কর্মকর্তাদের সংগ্রহ করে (নির্বাচনে নিয়ে) বৈধতা নেওয়ার চেষ্টায় আছে। এসব করে ফায়দা হবে না। পদত্যাগ করুন, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন।

সমাবেশে দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, সহকারী সদস্যসচিব শাহ আবদুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।