যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে ৩০ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চ গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করবে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মঞ্চ এ কর্মসূচি ঘোষণা করে।
গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০ ডিসেম্বর গণতন্ত্রের জন্য কালো দিন। এর সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলমান আছে। এ ব্যাপারে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে। এই দিন দেশব্যাপী র্যালি, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
মাহমুদুর রহমান মান্না আরও জানান, গণতন্ত্র মঞ্চ ছাড়াও আরও কিছু দল এদিন কর্মসূচি ঘোষণা করবে। এর মধ্যে একধরনের যুগপৎ ব্যাপার আছে।
গণতন্ত্র মঞ্চ জানিয়েছে, ৩০ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হবে।
সরকারের পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, নির্বাচনের পরিবেশ তৈরি, সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তনের দাবিতে গণতন্ত্র মঞ্চ এ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বলে জানানো হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানাচ্ছেন।