গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদ জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে ক্যাম্পাস থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে জড়ো হয়ে ইসরায়েলবিরোধী নানা স্লোগান দেন।
এ সময় বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বক্তব্য দেন। তাঁরা শিশু, নারীসহ নির্বিশেষে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি তাণ্ডবের নিন্দা জানান। ফিলিস্তিনিদের প্রতি পশ্চিমাদের দ্বিমুখী নীতির পাশাপাশি মধ্যপ্রাচ্যের নেতাদের গণহত্যা বন্ধে ব্যর্থতার নিন্দা জানান।
বক্তারা মুসলিম উম্মাহর ঐক্যের মাধ্যমে ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরায়েল ও তার মিত্রদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। তাঁরা প্রতিবাদের গুরুত্ব এবং এর সামাজিক যোগাযোগমাধ্যমের উপস্থিতির ওপর জোর দেন, যাতে বিশ্বজুড়ে প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যায়। এ ক্ষেত্রে বিশেষ করে জুলাই অভ্যুত্থানের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্বের কথা উল্লেখ করেন বক্তারা। তাঁরা বাংলাদেশ সরকারকে এবং ব্যক্তিগত পর্যায়ে সবাইকে ইসরায়েলি পণ্য বর্জন করার আহ্বান জানান।
বক্তব্য দেন সিরাজুল ইসলাম, আবদুল খালেক, কাজী নাদিম, মামুন মোল্লা, নাজমুল ইসলাম, এম এন ইসলাম, মাকসুদ আলম, নাফিসা নুর প্রমুখ।