বিএনপি মাঝে মাঝেই এক দফা ঘোষণা করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাদের ওই এক দফা আবার মাঠে মারা যায়।
আজ বুধবার বেলা তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত শান্তি সমাবেশে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
আওয়ামী লীগ নেতা ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নয়াপল্টনে সমাবেশ করছে। ওই সমাবেশের উদ্দেশ্য, দেশে গন্ডগোল বাধিয়ে দেওয়া। ওরা (বিএনপি) মাঝে মাঝেই এক দফা ঘোষণা করে। ২০১৪ সালে এক দফা ঘোষণা করেছে এবং বলেছে, নির্বাচন প্রতিহত করা হবে। কিন্তু নির্বাচন হয়েছে।’
মন্ত্রী আরও বলেন, গত নির্বাচনের পর এক দফা ঘোষণা করে বলেছে, খালেদা জিয়াকে মুক্ত করা হবে। শেখ হাসিনার পতন ঘটানো হবে। সে এক দফা মাঠে মারা গেছে। গত বছর ডিসেম্বরে এক দফা ঘোষণা করেছে, বেলুনের মতো এক দফা ফুটে গেছে। তাদের এক দফা কোনো দিন বাস্তবায়িত হবে না। সাপ যেমন খোলস বদল করে, বিএনপিও খোলস বদল করে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিদেশি ষড়যন্ত্র বিএনপির মূল ভরসা। দেশে বিদেশি প্রতিনিধিরা আসবেন, এটা খুবই স্বাভাবিক। আমরাও তাঁদের স্মরণ করিয়ে দেব, কীভাবে দুর্নীতিতে ১ নম্বর দেশ বানিয়েছিল বিএনপি।’
বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি আমাদের ২৬ হাজার নেতা-কর্মী হত্যা করেছিল। তখন কোথায় ছিল এই মানবাধিকার?’
আওয়ামী লীগের এই নেতা উল্লেখ করেন, ‘নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সেই নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয় তা যাচাই করুন।’