আসন্ন সংসদ নির্বাচনকে আওয়ামী লীগ, পুলিশ, নির্বাচন কমিশনের যৌথ নির্বাচন বলে অভিহিত করেছে এবি পার্টি। দলটির নেতারা বলেছেন, এই প্রহসনমূলক নির্বাচন কোনোভাবেই জনগণের নির্বাচন নয়। জনগণ এই ‘ডামি নির্বাচন’ প্রত্যাখ্যান করবেন।
‘প্রহসনমূলক নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে জনমত সৃষ্টির লক্ষ্যে আজ বুধবার বিকেলে ‘পদযাত্রা’–পরবর্তী সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।
পদযাত্রাটি দলের কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, পল্টনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী অভিযোগ করেন, ৫০ হাজার ভুয়া মামলা দিয়ে ২০ হাজার বিরোধী রাজনৈতিক নেতাদের কারাগারে পুরে সরকার তার অনুগত নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে একতরফা নির্বাচন করছে। কিছু ডামি প্রার্থী, কিছু দালাল কিংস পার্টি সঙ্গে নিয়ে সরকারের এই প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না।
যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, ৭ তারিখের একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জন্য সব পথ রুদ্ধ হয়ে যাবে, শুধু খোলা থাকবে তার পতনের পথ।
সদস্যসচিব মজিবুর রহমান বলেন, প্রহসনের নির্বাচন আয়োজন করতে গিয়ে সরকার পুরো লেজে গোবরে অবস্থায় পড়ে গেছে।
পদযাত্রা–পরবর্তী এই সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ও প্রচার সম্পাদক আনোয়ার সাদাত। পদযাত্রায় অংশ নেন যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, আবদুল বাসেত শাহ আবদুর রহমান, গাজী নাসিরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।