ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটি বলেছে, এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জনগণ এমন পদক্ষেপ নেবে যে সরকারই রাস্তায় বের হতে পারবে না।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিজয়নগরে পার্টির কেন্দ্রীয় কার্যালয়-সংলগ্ন এলাকায় আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সীমান্তহত্যা, ধর্ষণ, সন্ত্রাসসহ আওয়ামী দুর্বৃত্তপনার বিরুদ্ধে’ এই গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই গুম, খুন, লুটপাটের মতো অপরাধ বাড়ে। আওয়ামী লীগ মানেই স্বৈরাচার। তারা আজ গণতন্ত্রকে হত্যা করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে।
গণবিক্ষোভে প্রধান অতিথির বক্তব্যে পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, ‘ঢাকার প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নাইক্ষ্যংছড়ির মাটিও আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যে বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না, সেই বাহিনী আমাদের দরকার নেই।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়ার সীমান্ত এলাকার একটি বিলে একটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। আজ দুপুর ১২টার দিকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। এরপর মিয়ানমারের অভ্যন্তর থেকে এপারে একের পর এক গুলি আসতে থাকে। এ সময় অনেকেই দিগ্বিদিক ছোটাছুটি করেন। কেউ কেউ জমিতে শুয়ে পড়েন। পরে একে একে নিরাপদে অন্যত্র চলে যান।
এবি পার্টির বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।