শাহজাহান ওমর
শাহজাহান ওমর

শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল

ঝালকাঠি–১ আসনে আওয়ামী লীগের আলোচিত প্রার্থী ও বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন।
আজ শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় কমিশন।

শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে কমিশনে আপিল করেছিলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান। আপিলে তাঁর বিরুদ্ধে হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ আনা হয়। আজ নির্বাচন কমিশন আবেদন নামঞ্জুর করে দেয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন শাহজাহান ওমর। তিনি একসময় আইন প্রতিমন্ত্রীও ছিলেন। গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে।

প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর জামিন পান শাহজাহান ওমর। কারামুক্ত হয়েই বিএনপি ছাড়েন। আওয়ামী লীগে যোগ দিয়ে শোরগোল ফেলে দেন। এরপর ঝালকাঠি–১ আসনে তাঁকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।