সিরাজগঞ্জে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা প্রদীপ ভৌমিককে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে দলটি। পাশাপাশি এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আজ রোববার সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। এতে বলা হয়, সিপিবির সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এবং রায়গঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ ভৌমিককে কুপিয়ে হত্যা করেছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা। একই সময়ে সিপিবি জেলা কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জামায়াত-শিবিরের কর্মীরা।
এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবির দুই শীর্ষ নেতা। বিবৃতিতে হত্যাকারী ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তাঁরা বলেন, আজ দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাবে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা প্রেসক্লাবে ঢুকে প্রদীপ ভৌমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।