পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত পুরুষ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ৭ জানুয়ারি
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত পুরুষ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। ৭ জানুয়ারি

পুরান ঢাকার এক কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোটার হাতে গোনা

পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ আজ রোববার সকাল আটটায় শুরু হলেও ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

এই স্কুলে পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রে কয়েকজনকে লাইনে দাঁড়াতে দেখা গেলেও সকাল নয়টা পর্যন্ত নারী ভোটারদের লাইন দেখা যায়নি। ১০ থেকে ২০ মিনিট পর পর একজন করে নারী ভোটারকে আসতে দেখা যায়।

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ঢাকা-৬ আসনের এই কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৮০১ জন। সকাল নয়টা পর্যন্ত পাঁচটি বুথে ৭০ জন ভোট দিয়েছেন।

নারী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইব্রাহীম প্রথম আলোকে বলেন, ভোটার সংখ্যা দুই হাজার ৬২৭ জন। নয়টা পর্যন্ত ১৯ জন ভোট দিয়েছেন।

সকাল নয়টা পর্যন্ত কেন্দ্র ঘুরে জানা যায়, নারী কেন্দ্রে নৌকা প্রতীক ও বাইসাইকেল প্রতীকের এজেন্টও আছেন। এই দুই প্রতীকের প্রার্থীর পাশাপাশি পুরুষ কেন্দ্রে মিনার প্রতীকের এজেন্ট রয়েছেন। সাতজন প্রার্থীর মধ্যে অপর চারজন প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।

আরও পড়ুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

পিটিআই-সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় কেন্দ্রে প্রথম আধঘণ্টায় নারী ভোট নেই

ভোট দিলেন প্রধানমন্ত্রী, বললেন জনগণের ওপর বিশ্বাস আছে, নৌকার জয় হবে

ঢাকা গভ. মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোটার উপস্থিতি সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত কম দেখা গেছে। ৭ জানুয়ারি

ভোট দিয়ে বের হওয়ার সময় কথা হয় চিকিৎসক দীপা চৌধুরীর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, নাগরিক অধিকার প্রয়োগ করলাম।