কিশোরগঞ্জ-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। বিএনপির সাবেক এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা মঞ্জুর করে কমিশন।
পাঁচবারের মতো বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে কিশোরগঞ্জ-২ সংসদীয় আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেন।
মামলার তথ্য গোপন ও ঋণখেলাপির অভিযোগে আখতারুজ্জামানের প্রার্থিতা বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন আখতারুজ্জামান। আপিল শুনানি শেষে তিনি প্রার্থিতা ফিরে পেলেন।