বিদেশি শক্তির আশায় দিন পার করলেও লাভ হবে না: বিএনপিকে ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বিএনপির উদ্দেশে বলেছেন, বিদেশি শক্তির গায়েবি হস্তক্ষেপের আশায় দিনের পর দিন পার করলেও কোনো লাভ হবে না।

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আজ সোমবার আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জাসদের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই যখন বিএনপি ও তার রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি, তখন সংলাপ কেন—এমন প্রশ্ন রেখে হাসানুল হক ইনু বলেন, বিচার মানি কিন্তু তালগাছটা আমার—এমন রাজনৈতিক অবস্থানে থেকে সংলাপের কথাও ষড়যন্ত্রমূলক। বিএনপি ও তার রাজনৈতিক অংশীদারদের আসল চাওয়া নির্বাচন নয়। তারা দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি-জামায়াতের ছদ্মবেশী সরকার আনতে চাইছে।

অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নেই।

বছরের পর বছর ইসরায়েলিদের বর্বরতা সমর্থন দেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের বাণী মানায় না বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব নিজেদের লাভ-লোভ-স্বার্থ ছাড়া এক পা–ও দেয় না।

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের রাজনীতির সঙ্গে বাজার সিন্ডিকেটের সম্পৃক্ততা দেখছেন জাসদ সভাপতি। তিনি বলেন, বাজার সিন্ডিকেট নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। বাজার সিন্ডিকেটকে কঠোর হাতে দমন করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতার, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ। এই সম্মেলনে মো. ইদ্রিস বেপারীকে সভাপতি ও সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ জাসদের কমিটি ঘোষণা করা হয়।