রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আজ সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস
রাজধানীর চন্দ্রিমা উদ্যানে আজ সকালে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস

মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন প্রয়োজন: মির্জা আব্বাস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়ে যে ভাষণ দিয়েছেন, সেটাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে তিনি বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।

আজ সোমবার সকালে বিজয় দিবসে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, আজ এখানে এত এত মানুষের উপস্থিতি প্রমাণ করে যে দেশের মানুষ ভোটের অধিকার চান। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। আর জনগণ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চান। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।

এ সময় সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন। কিন্তু বিএনপি ধারণা নয়, নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে।