জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সংসদে

মানুষ দুর্বিষহ অবস্থায় আছে, এমন মন্তব্য করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

মুজিবুল হক বলেন, মানুষ একটা দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের পক্ষ থেকে তেমন কোনো নজরদারিও নেই। মানুষ খুব অসহনীয় জীবন যাপন করছে। এই অবস্থার মধ্যে সরকার বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা বাড়িয়েছে। গ্যাসের দামও বাড়ানো হয়েছে।

বিদ্যুতের দাম বাড়ানো হলে অনেক জিনিসপত্রের দামও বাড়বে বলে মন্তব্য করেন মুজিবুল হক। তিনি বলেন, অনেক জিনিসের উৎপাদন বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত। সে কারণে অন্যান্য জিনিসেরও দাম বাড়বে।

দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে মুজিবুল হক বলেন, মাত্র এক মাস আগে জনগণ অনেক আশা করে এই সরকারকে নির্বাচিত করেছে। সে সরকার জনগণের ওপর জগদ্দল পাথরের মতো রমজানের আগে বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ায়, এটা অসহনীয়।

মুজিবুল হক বলেন, ‘আমি আমাদের দলের পক্ষ থেকে সরকারকে অনুরোধ করব, অন্ততপক্ষে গ্যাসের দাম এবং বিদ্যুতের দাম এ মুহূর্তে বৃদ্ধি করবেন না। সরকার একটা স্থিতিশীল অবস্থায় আসুক, দেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থায় আসুক, অর্থনীতি একটা স্বাভাবিক অবস্থায় আসুক, তখন আপনারা চিন্তা করেন। এখন অন্তত চিন্তাটা বাদ দেন।’