জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

সহকারী হাইকমিশনে হামলা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র: জামায়াতের সেক্রেটারি

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে তাঁরা মনে করছেন।

 আজ মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় কর্তৃপক্ষের উদ্দেশে এ কথা বলেন।

 গোলাম পরওয়ার বলেন, ২ ডিসেম্বর দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতের একটি উগ্র সংগঠন ভাঙচুর চালিয়েছে। এ সময় তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়, যা অত্যন্ত নিন্দনীয়, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

 এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি তীব্র প্রতিবাদ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলেই আমরা মনে করি।’

 প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার জন্য ভারতের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার থাকতে পারে না। বিবৃতিতে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 পরওয়ার বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা হলো ‘সকলের সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’। বাংলাদেশ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশও বিশ্বের সব দেশের কাছে একই নীতি আশা করে।