রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার। সেখানে রয়েছে তিনটি ভোটকেন্দ্র। এর মধ্যে একটিতে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ২০টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ তথ্য জানান।
আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ৬৫, ৬৬ ও ৬৭ নম্বর কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬৬ নম্বর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৯৪ জন। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় ভোট পড়েছে ২০টি।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সফল বড়ুয়া প্রথম আলোকে বলেন, সকাল ১০টা পর্যন্ত ২০টি ভোট পড়েছে, তবে ১০টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়ছে।
এদিকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ৬৫ নম্বর কেন্দ্রে ৭০টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ২ হাজার ৩৪১ জন। এই কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট থাকলেও অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি।
আরও পড়ুনঃ
একই সময়ে ৬৭ নম্বর কেন্দ্রে ৭৭টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩ হাজার ৭২ জন।
কেন্দ্রের সামনেও ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেছে। দু–একজন করে ভোটার আসছেন। ভোট দিয়ে চলে যাচ্ছেন। কেন্দ্রের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি দেখা গেছে।