গণফোরাম ও পিপলস পার্টি

সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সমাবেশ
ছবি: প্রথম আলো

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিলটি করা হয়। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার, গণফোরামের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী ও গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরামের ছাত্রবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান।