ঢাকার শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঢাকার মতিঝিলে শাপলা চত্বর থেকে মিছিল বের করেন
আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঢাকার মতিঝিলে শাপলা চত্বর থেকে মিছিল বের করেন

ঢাকায় আজ রোববার বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। আজ সকাল পৌনে ১০টার দিকে দলটির নেতা-কর্মীরা ঢাকার মতিঝিলে শাপলা চত্বর থেকে মিছিল বের করেন। মিছিলটি টিকাটুলী এলাকায় গিয়ে শেষ হয়।

‘কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও দলের আমির শফিকুর রহমানসহ গ্রেপ্তার থাকা নেতা-কর্মীদের’ মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীতে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বলেছেন, তাঁরা ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই তাঁরা ঘরে ফিরবেন।

জামায়াতের এ নেতা অভিযোগ করেছেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পাঁয়তারা চলছে। জনগণকে সঙ্গে নিয়ে তফসিল ঘোষণার যেকোনো ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হবে।’

নূরুল ইসলাম উল্লেখ করেন, জামায়াত এখন লাগাতার কর্মসূচি দিয়ে মাঠে থাকবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, ফখরুদ্দিন মানিক প্রমুখ।