বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

খালেদা জিয়া বাসায় ফিরবেন বিকেলে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার বিকেলে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

এক সপ্তাহ আগে ১১ সেপ্টেম্বর রাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মেডিকেল বোর্ডের পরামর্শে আজও বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের জরুরি কিছু পরীক্ষা করা হবে।

চিকিৎসক জাহিদ হোসেনের বরাত দিয়ে প্রেসউইংয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, এসব পরীক্ষা শেষ করে আজই বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হবে।

এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ২১ আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছিলেন বিএনপির চেয়ারপারসন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তাঁর সফল অস্ত্রোপচার হয়।

২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তাঁর পরিবার ও দলের পক্ষ থেকেও তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন জানানো হয়।

কিন্তু শেখ হাসিনার সরকার তা উপেক্ষা করেছে। ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাঁকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। তখন থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান। তবে উড়োজাহাজে ভ্রমণের মতো অবস্থা না থাকায় এখনই তাঁকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে না বলে ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে।