বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সচিব জাভেদ আসকারি উপস্থিত ছিলেন। অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ হয়। জামায়াত বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের ইতিবাচক ভূমিকা এবং বিগত জাতীয় সংসদগুলোতে তাদের নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরে। তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ইরান ও বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।
সৌজন্য সাক্ষাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান ও সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কভিত্তিক ‘ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়ন’-এর প্রতিনিধিদল আজ সকালে জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। জুরিস্ট ইউনিয়নের এই প্রতিনিধিদলে ছিলেন রফিক কোরকুসুজ, কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন। সাক্ষাতে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয়। উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হবে।
এ সময় জামায়াতের আমিরের সঙ্গে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, যুক্তরাজ্য জামায়াতের নেতা আবু বকর মোল্লা ও নাজিব মোমেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।