আজ শুক্রবার সিপিবির নড়াইল জেলার বড়দিয়া শাখা সম্মেলনে যোগ দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)
আজ শুক্রবার সিপিবির নড়াইল জেলার বড়দিয়া শাখা সম্মেলনে যোগ দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)

নড়াইলে সিপিবির সাধারণ সম্পাদক

আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করুন  

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে কার্যকর ভূমিকা নেওয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্য সামনে রেখে সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে হত্যা, সারা দেশে ‘মব’, পাহাড়ে হামলা, দেশের বিভিন্ন স্থানে দখলদারত্ব, চাঁদাবাজি ও হুমকি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার সিপিবির নড়াইলের বড়দিয়া শাখা সম্মেলন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন এসব দাবি জানান। বক্তব্যে তিনি বলেন, গ্রামের কৃষক–ক্ষেতমজুর, গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষ দেশকে বাঁচিয়ে রেখেছে। এদের উপার্জিত অর্থ লুটপাটকারীরা তাদের স্বার্থে আইন করে, নানাভাবে চাঁদাবাজি করে ভাগ–বাঁটোয়ারা করে নেয়। এ অবস্থার পরিবর্তন করতে হবে, এ জন্য চলমান ব্যবস্থার পরিবর্তন করতে হবে। সে জন্য কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করা ও বামপন্থীদের ক্ষমতায় যাওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি।

জনজীবনের সংকট দূর করা এবং নির্বাচনব্যবস্থার আমূল সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলার আহ্বান সিপিবির সাধারণ সম্পাদক। তিনি জুলাই–আগস্ট গণ–অভ্যুথানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনজীবনের সংকট সমাধানে জনগণকে সংগঠিত হতে হবে।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা, সবার কর্মসংস্থান নিশ্চিত করা এবং কৃষিপণ্যের উৎপাদন খরচ কমানো, কৃষক ও ক্রেতার স্বার্থ রক্ষায় সারা দেশে ‘উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায়’ গড়ে তোলার আহ্বান সিপিবির সাধারণ সম্পাদক।

আজ বেলা ১১টায় বড়দিয়া পোস্ট অফিস রোডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবির বড়দিয়া শাখা সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়দিয়া বাজারে পথসভায় মিলিত হয়। পথসভায় সিপিবি সাধারণ সম্পাদক ছাড়াও কেন্দ্রীয় কমিটির সদস্য খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাস, সিপিবির নড়াইল জেলা সভাপতি ও খাসিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকতউল্লাহ বক্তব্য দেন।