বিএনপির গণমিছিল কাল

জনগণকে টাচ করে দেখান: বিএনপিকে যুবলীগ চেয়ারম্যান

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের শান্তি সমাবেশে বৃহস্পতিবার বিকেলে উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ)
ছবি: শুভ্র কান্তি দাশ

ঢাকায় আগামীকাল শুক্রবার বিএনপির গণমিছিল কর্মসূচির দিনে যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ)। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আমরা যুবলীগ যত দিন মাঠে আছি, আপনারা জনগণকে টাচ করে দেখান। আমরা আপনাদের দাঁতভাঙা জবাব দেব।’

আজ বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন শেখ ফজলে শামস।

বেলা তিনটার পরপরই শান্তি সমাবেশে যোগ দিতে যুবলীগের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হন। এ সময় বিএনপিকে হুঁশিয়ার করে সংগঠনটির চেয়ারম্যান বলেন, ‘আজকের সমাবেশের মাধ্যমে আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা নিজের সীমার মধ্যে থাকবেন। সেখান থেকে রাজনীতি করেন, আমরা আপনাদের সুযোগ দেব। সাধুবাদ জানাব। কিন্তু জনগণকে ক্ষতিগ্রস্ত করতে এলে আপনারা বাংলাদেশের মাটিতে ছাড় পাবেন না।’

শান্তি সমাবেশে যুবলীগের নেতা–কর্মীদের উদ্দেশে বক্তৃতা দেন শেখ ফজলে শামস (পরশ)

১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে ঢাকাসহ সারা দেশে ২৪ ডিসেম্বর গণমিছিল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। তবে ২৪ তারিখে ঢাকায় ওই কর্মসূচি পালিত হয়নি। কারণ, একই দিনে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ছিল। পরে ঢাকার কর্মসূচির তারিখ ৩০ ডিসেম্বর করা হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, বিএনপিকে ঢাকায় গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে আগামীকাল জুমার নামাজের পর যুবলীগের নেতা-কর্মীরা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন শেখ ফজলে শামস। একই ভাষ্য সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানেরও। সমাবেশে মাইনুল হোসেন বলেন, ‘আগামীকাল জুমার নামাজ আদায়ের পর রাজধানীর রাজপথ থাকবে যুবলীগের দখলে। এই রাজপথে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি-জামায়াতকে নামতে দেব না। আমরা দেখেছি, তাদের সমাবেশ মানেই হচ্ছে সন্ত্রাস। তাদের সমাবেশ মানেই হচ্ছে জঙ্গি হামলা। তাদের সমাবেশ মানে হচ্ছে গ্রেনেড হামলা।’

মাইনুল হোসেন আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে জেনেছি, তাঁরা (বিএনপি নেতা-কর্মী) সারা ঢাকা শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে সেখান থেকে তাঁরা মিছিলের নামে জঙ্গি মিছিল করবেন। তাই আমরা দেশবাসীকে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মহল্লাবাসীকে জানাতে চাই, আপনারা সজাগ থাকবেন। আপনাদের কোনো মসজিদ থেকে যেন তারা জঙ্গি মিছিল বের করে জনগণের ওপর হামলা করার সুযোগ না পায়।’