চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বাড়ির জানালার ভাঙা কাচ
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বাড়ির জানালার ভাঙা কাচ

চন্দনাইশে গভীর রাতে আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম-১৪ আসনের অংশ চন্দনাইশ পৌরসভা ও এর আশপাশের এলাকায় গতকাল শনিবার রাতভর গুলির শব্দ শোনা গেছে। এ ছাড়া গতকাল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে যায়।

স্থানীয় লোকজনের ভাষ্য, চন্দনাইশ পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের আশপাশে গতকাল দিবাগত রাত ১২টা থেকে গুলির শব্দ শুনতে পাওয়া যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত থেমে থেমে এ শব্দ শোনা যায়।

স্থানীয় সূত্র বলছে, মাহবুবুর ছাড়া আরও কয়েক নৌকার সমর্থকের বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে গুলি করা হয়।

গতকাল রাতের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জানতে মাহবুবুরকে ফোন করা হলে সাড়া পাওয়া যায়নি।

জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম মুসা প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে মাহবুবুরের বাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। গুলিতে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে গুলির মতো শব্দ শোনা গেছে। তবে এগুলো গুলি নাকি পটকা ছিল, তা আমরা নিশ্চিত নই। এখন আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করছি।’

আরও পড়ুন

ভোট দিলেন প্রধানমন্ত্রী, বললেন জনগণের ওপর বিশ্বাস আছে, নৌকার জয় হবে

ঢাকা-৫ আসনে এক কেন্দ্রে আধঘণ্টায় পৌনে ২ শতাংশ ভোট পড়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী। নির্বাচনে তাঁর পক্ষে কাজ করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর।

আসনটিতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) হিসেবে নির্বাচন করছেন আবদুল জব্বার চৌধুরী। তিনি আগে এলডিপি করতেন। পরে আওয়ামী লীগে যোগ দেন।

মূলত নজরুল ইসলাম চৌধুরী ও আবদুল জব্বার চৌধুরী—এই দুজনের মধ্যে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।