সরকারের পদত্যাগের দাবিতে ঢাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। বিরোধীদের চাপে রাখতে পাল্টা সমাবেশসহ কর্মসূচি নিয়ে রাজপথে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। কিন্তু রাজধানীতে ক্ষমতাসীন দলটির জমায়েত আশানুরূপ হচ্ছে না বলে মনে করছেন নীতিনির্ধারকেরা।
এ অবস্থায় আগামী দিনের কর্মসূচি ঘিরে জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ দুজনই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য।
দুই নেতাকে দায়িত্ব দেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি প্রথম আলোকে বলেন, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় কর্মসূচি জোরদারে এই নেতারা ভূমিকা রাখবেন। তাঁদের দুজনেরই অতীতে রাজনৈতিক অভিজ্ঞতা আছে। সে কারণেই তাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত থাকা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে বিএনপির কর্মসূচি মোকাবিলায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে আরও বেশি গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। এ সময় নানক ও মায়াকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নানকে জানানো হয়।
২০১৯ সালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন হয়। সে সময় দক্ষিণের সভাপতি হন আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আর উত্তরের সভাপতি হন শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান। সে সময় পূর্ণাঙ্গ কমিটি ও থানা কমিটি করার জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাককে দক্ষিণের ও মুহাম্মদ ফারুক খানকে উত্তরের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
আওয়ামী লীগের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক জেলাগুলোর সমন্বয়কের দায়িত্বে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। কিন্তু ঢাকা মহানগরের কর্মসূচিতে তাঁর উপস্থিতি তেমন চোখে পড়ে না বলে দলের নেতারা জানিয়েছেন।