বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ দিল্লি গেলেন

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ দিল্লি গেছেন। আজ বৃহস্পতিবার  বেলা আড়াইটায় এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর (অব.) হাফিজ আজ প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা দরকার। দিল্লির ফরটিস হাসপাতালে এ অস্ত্রোপচার হবে।

গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজসহ হাফিজ উদ্দিন আহমেদের দিল্লি যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর স্ত্রীকে যেতে দিলেও হাফিজ উদ্দিনকে  বিমান বন্দর ইমিগ্রেশন দিল্লি যেতে বাধা দিয়েছিল।  তিনি সেদিন ফেরত আসেন।

গতকাল হাফিজ উদ্দিন তাঁকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।

আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরটিস হাসপাতালে তাঁর হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে বলে হাফিজ উদ্দিন প্রথম আলোকে জানিয়েছেন।