রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ। সারা দেশ থেকে অন্তত পাঁচ লাখ শিক্ষার্থী এতে যোগ দেবেন বলে জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এই সংগঠন। ছাত্রলীগ বলেছে, এ সমাবেশের মধ্য দিয়ে ছাত্রসমাজ উচ্চারণ করবে, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা।’
গতকাল বৃহস্পতিবার সমাবেশস্থলে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতারা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে এই ছাত্রসমাবেশ করা হচ্ছে।
আজ শুক্রবার বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে এই ছাত্রসমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, স্মরণকালের বৃহত্তম ছাত্রসমাবেশ হবে। সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ, সহসভাপতি আবু সাঈদ, রনি মুহাম্মদ, বরিকুল ইসলাম, আবদুল আলীম খান, রবিউল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।